২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

মীরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের প্রকাশনা পরিষদের সভা

admin
প্রকাশিত জুলাই ১৫, ২০১৯
মীরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের প্রকাশনা পরিষদের সভা

Sharing is caring!

 

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-

 

মীরসরাই এসোসিয়েশন–চট্টগ্রাম’র প্রকাশনা পরিষদের সভা ১৪ জুলাই রবিবার স্টেশন রোডস্থ হোটেল সৈকতের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশনের বিগত দিনের কর্মকান্ড এবং সকল সদস্যদের পরিচিতি সমূহ তুলে ধরতে চার রঙের ম্যাগাজিন প্রকাশ উপলক্ষে এসোসিয়েশনের প্রকাশনা পরিষদ এ সভার আয়োজন করে। এসোসিয়েশনের সভাপতি কালু কুমার দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবদুল হাশিম চৌধুরী পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের উপদেষ্টা এড. আব্দুল মন্নান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য শাহ আলম নিপু, এসোসিয়েশনের উপদেষ্টা লায়ন তাহের আহমেদ, এসোসিয়েশনের সিনিয়র সহ–সভাপতি এস.এম মহিউদ্দিন, সহ–সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন, ক্রীড়া সম্পাদক মানিক রতন শর্মা, সাংস্কৃতিক সম্পাদক আরিফ মঈনুদ্দীন, তথ্য ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম ইরান, দপ্তর সম্পাদক এইচ এম ইকবাল বাহার, কার্য নির্বাহী সদস্য এস.এম নিজাম উদ্দিন হারুন, এসোসিয়েশনের আজীবন সদস্য বিশ্বজিৎ পাল প্রমুখ।

সভায় ম্যাগাজিন প্রকাশের সিদ্ধান্ত গৃহীতের পাশাপাশি সকল সদস্যদের ছবিসহ নাম রেজিস্ট্রেশনে এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।