Sharing is caring!

বিশেষ প্রতিনিধি ঃ
মুক্তিযুদ্ধ বিষয়য়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপির নামে অবমাননাকর ও কুরুচিপূর্ণ কথা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচারের ঘটনায় গাজীপুরের কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলিম আল রাজী ওরফে রাজীব ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ বাদী হয়ে বিকালে কালিয়াকৈর থানায় পৃথক ২টি সাধারণ ডায়েরি করেন।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, জনৈক মকটেল হোসাইন মুক্তি নামের ফেইসবুক আইডিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপির নামে একাধিকবার অবমাননাকর ও কুরুচিপূর্ণ কথা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচার করা হয়। যাহাতে অনেকেই আবার শেয়ার করেছে। ফলে মন্ত্রীর মানসম্মান ক্ষুন্নসহ সরকারের ভাবমুর্তি নষ্ট হয়েছে। এঘটনায় কালিয়াকৈর থানার ডিওটি অফিসার মোঃ কাশেম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলিম আল রাজী ওরফে রাজীব শনিবার বিকালে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।