২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

admin
প্রকাশিত জুলাই ১২, ২০১৯
শিবগঞ্জে উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

Sharing is caring!

 

সিফাতুল্লাহ, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ- উল্টো রথ টানার মধ্য দিয়ে শুক্রবার শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। গত বৃহস্পতিবার (৪ জুলাই) রথযাত্রা উৎসব শুরু হয়।
বৃহস্পতিবার বিকালে শিবগঞ্জ পৌর এলাকার কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিন করে বাবুপাড়া এলাকায় শেষ হয়।

গত বৃহস্পতিবার ( ৪ জুলাই) থেকে শুরু হয়ে শুক্রবার (১২ জুলাই) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে ৮ দিনব্যাপী এ উৎসব শেষ হয়েছে।
শুক্রবার বিকেলে উল্টো রথযাত্রা উপলক্ষে মন্দির নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মথ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান মালা। এর মধ্যে ছিল হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তিও মঙ্গল কামানায় প্রসাদ বিতরণ, পদাবলী কীর্তন, আরতি কীর্তন ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ।