Sharing is caring!

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-
ডাবলমুরিং থানার পাঠানটুলির নাজিরপুল এলাকা থেকে মনির হোসেন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুর আড়াইটার দিকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নূর হোসেনের বাড়ি ঢাকার গাজীপুরে।
ডাবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ পূর্বকোণ অনলাইনকে বলেন, আজ দুপুর আড়াইটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।