২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

admin
প্রকাশিত জুলাই ১১, ২০১৯
কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

Sharing is caring!

 

মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১১ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এরশাদ আহমেদ নোমানীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাইদা খানম মুক্তা, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাঃ মোঃ মামুন উর রশিদ, মেডিকেল অফিসার ডাঃ আলী হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্বাস উদ্দিনসহ সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কাউসার আজিজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।