১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নতুন ভিসি পেল ইউএসটিসি

admin
প্রকাশিত জুলাই ১০, ২০১৯
নতুন ভিসি পেল ইউএসটিসি

Sharing is caring!

 

আব্দুল করিম চট্টগ্রাম :-চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের উপ-সচিব জিন্নাত রেহানা চিঠি দিয়ে ইউএসটিসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছেন।
চিঠিতে বলা হয়, চার বছরের জন্য ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের অক্টোবরে ইউএসটিসির উপাচার্য পদে যোগ দিয়েছিলেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। প্রায় ৮-৯ মাস আগে তার মেয়াদ শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নুরুল আবছার ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।