১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি

কুলিয়ারচরে কৃতি শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা

admin
প্রকাশিত জুলাই ৯, ২০১৯
কুলিয়ারচরে কৃতি শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা

Sharing is caring!

 

মুহাম্মদ কাইসার হামিদ :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে কৃতি শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেওয়া হয়েছে।

সোমবার (৮জুলাই) বিকেলে উপজেলার ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় ছয়সূতী ইউনিয়নের একটি সামাজিক সংগঠন জাগ্রত ছাত্র সংসদের উদ্যোগে এ সংবর্ধণা দেওয়া হয়।

জাগ্রত ছাত্র সংসদের সহ-সভাপতি রুহুল আমিন মুক্তারের সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আজিজ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ এনামুল হক, ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মোঃ মিছবাহুল ইসলাম।

এ সময় সমাপনি, জেএসসি ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এসএসসি- এ+ প্রাপ্ত শিক্ষার্থী, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত ৯১ জন শিক্ষার্থী ও ছয়সূতী ইউনিয়নের ৪৬ জন মুক্তিযোদ্ধাদের ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয়।