Sharing is caring!

অভিযোগ ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনের জন্য একটি রহস্যজনক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এই সভার মাধ্যমে কিছু মানুষ জড়ো করে পাথর কোয়ারিতে চাঁদাবাজির কাজে লাগানোর পাঁয়তারার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
তারা জানান, জাফলংয়ে প্রশাসনের চাপে বর্তমানে বোমা মেশিন বন্ধ রয়েছে। কিন্তু দুতিন মাস পরে একটু পানি কমলে যাতে আবারো বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন শুরু করা যেতে পারে, সে প্রস্তুতি নিতে একটি পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে স্থানীয় একটি চক্র। সে অনুযায়ী ঢাকা থেকে বিভিন্ন লোককে প্রভাবশালী রাজনীতিক ব্যক্তিত্ব পরিচয়ে এলাকার মানুষকে সংঘবদ্ধ করার চেষ্টা করছে।
এমনি একটি সভা হয়েছে রবিবার বিকেলে জাফলংয়ের আমির মিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এই সভায় ঢাকা থেকে আনিয়ে প্রভাবশালী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় মোছা আক্তার বানু লিপিকে। তিনি তাঁর বক্তব্যে এলাকার মানুষকে সংঘবদ্ধ হয়ে কাজ করতে বলেন। কিন্তু কী কাজ তা অস্পষ্ট রয়ে গেছে।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, গত রাত থেকে স্থানীয় একটি পাথর চাঁদাবাজ লোকেরা মানুষজনের নাম লিস্ট করছে। তারা বাড়ি বাড়ি গিয়ে আগামী মৌসুমে কাজ দেওয়া হবে বলে তাদের নামের তালিকা করছে বলে জানিয়েছেন এলাকাবাসী। রবিবারের জরুরি মতবিনিময় সভার পর এ ধরনের তালিকায় অনেকেই সন্দেহ করছেন জাফলংয়ে দুতিন মাসের মধ্যেই বোমা মেশিনে পাথর উত্তোলনের পাঁয়তারা করা হচ্ছে।
পাথর কোয়ারি সম্পর্কে জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল বলেন,‘ জাফলয়ের পরিবেশ বিনষ্টকারী বোমা মেশিন কোনো অবস্থাতেই চলতে দেওয়া হবে না। পাথর কোয়ারিগুলোতে আমাদের নজরদারি আগের চেয়ে আরও বেশি জোরদার করা হয়েছে। তাছাড়া সংঘবদ্ধ পাথরখেকোদের ব্যাপারে পুলিশকেও নির্দেশ দেওয়া হয়েছে।’ সূত্র – ক্রাইম সিলেট।