Sharing is caring!

জাহিদুল ইসলামঃ গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলা পরিষদের আয়োজনে অসহায় ২০ জন ভিক্ষুকদের পূর্ণবাসন করা হয়।
এই উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ ২০( বিশ) জন ভিক্ষ্যুকদের মাঝে মালামাল সহ ২০ টি দোকান ঘড় সরবরাহ করে।
আজ ৭ জুলাই রোববার চার জন ভিক্ষুককে চারটি দোকান ঘড়ের চাবি দেওয়া হয়েছে।
যারা দোকান ঘড় পেয়েছে তারা বলেন আমার প্রতিবন্ধী, সরকার কে অনেক ধন্যবাদ, আমরা আর ভিক্ষা করবো এই দোকান দিয়ে আমরা জীবিকা নির্বাহ করবো, এবং উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার কে অনেক অনেক ধন্যবাদ জানাই। যারা দোকান ঘড় পেয়েছে তাদের নাম ঠিকানা দেওয়া হলো।
।১ ফুল মিয়া- ছয়ঘড়িয়া খোলাহাটি গাইবান্ধা সদর।
২।মজমাত আলী কুপতলা গাইবান্ধা সদর।
৩।আব্দুল মমিন চাপাদহ কুপতলা গাইবান্ধা সদর।
৪। তারাবানু পশ্চিম দূর্গাপুর গাইবান্ধা সদর।
এ সময় উপস্থিত ছিলেন – সদর উপজেলা চেয়ারম্যান শাহ্ সারোয়ার কবীর, উপজেলা নির্বাহী অফিসার,উত্তম কুমার রায়, ভাইস চেয়ারম্যান নুর এ হাবীব টিটন,মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিনা সুলতানা সৃতি সহ আরো অনেকে।