Sharing is caring!

হাফিজুর রহমান খাঁন, কক্সবাজারঃ জেলা প্রশাসন, কক্সবাজারের উদ্যোগে আজ ৬ জুলাই শনিবার উখিয়া হাইস্কুল মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো চাকরি ও দক্ষতা উন্নয়ন মেলা। জেলা প্রশাসক মো: কামাল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও এনজিও এ্যাফেয়ার্স ব্যুরোর মহাপরিচালক জনাব কে এম আব্দুস সালাম।
২০১৭ সালের ২৫ আগস্ট বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশের ফলে কক্সবাজার এর স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার নেতিবাচক প্রভাবের বিষয়টি অনুধাবন করে এ জেলায় কর্মরত এনজিওসমূহে স্থানীয়দের চাকরি প্রদানে অগ্রাধিকার দেয়ার যৌক্তিক দাবীর প্রতি একাত্মতা প্রকাশ করে এ মেলার আয়োজন করা হয়।
আজকের চাকরি মেলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ২৩৯ জন চাকরিপ্রত্যাশীর নিয়োগপত্র চূড়ান্ত করা হয়েছে। স্থানীয় জনগোষ্ঠীর অধিকসং্খ্যক চাকরিপ্রার্থীকে ভবিষ্যতে তাদের যোগ্যতা অনুযায়ী উচ্চপদে নিয়োগের জন্য অনুরোধ করা হয়।
স্থানীয় চাকরিপ্রার্থীগণের দক্ষতা বৃদ্ধির জন্য উখিয়ায় একটি বিশেষায়িত ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।