Sharing is caring!

সায়মন ওবায়েদ শাকিল,ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর বুকে জেগে উঠা চরসোনারামপুর এবার বর্ষার শুরুতেই ভাঙ্গনের কবলে পড়েছে। গত কয়েক বছর ধরে টানা ভাঙ্গনে কবলে পরেছেন চরসোনারামপুর। শনিবার সকালে আশুগঞ্জে চরসোনারামপুর পরির্দশনে আসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।
তিনি সরজমিনে চরসোনারামপুর ভাঙ্গনকৃত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি সরাসরি পানি সম্পদ মন্ত্রনালয়ে সচিব কবির বিন আনোয়ার’র সাথে মুঠোফোনে কথা বলেন। ভাঙ্গনের সামগ্রিক বিষয়টি তাকে তিনি অবগত করেন। এই সময় পানি সম্পদ মন্ত্রনালয়ে সচিব কবির বিন আনোয়ার দ্রুত ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহন করতে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানকে তাৎক্ষনিক নির্দেশনা প্রদান করেন।
এই সময় আশুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মো. নাজিমুল হায়দার,আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. হানিফ মুন্সি, পানি উন্নয়ন বোর্ডে নিবার্হী প্রকৌশলী গৌর পদ সূত্রধর ও আশুগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. সালাহ্ উদ্দিন উপস্থিত ছিলেন।