১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

নবীনগরে ব্যারিস্টার জাকির আহাম্মদ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুলাই ৬, ২০১৯
নবীনগরে ব্যারিস্টার জাকির আহাম্মদ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত

Sharing is caring!

 

মোহাম্মদ জাকারিয়া, ব্রাহ্মণবাড়ীয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে পিইসি, জেএসসি, ইবতেদায়ী ও জেডিসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

উপজেলার ২৪০টি প্রাথমিক বিদ্যালয়, ৩০টি কিন্ডারগার্টেন, ৪৪টি হাইস্কুল ও ১৫টি মাদরাসা হতে ২৩০০ শিক্ষার্থী অংশ নিয়ে ২৯৭ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন।

শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে অত্র কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ব্যারিস্টার জাকির আহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা চেয়ারম্যান মিসেস রেহানা মজিদ, নবীনগর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপুল চন্দ্র বণিক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, নবীনগর থানা অফিসার ইনচার্জ রণোজিত রায়, ওসি তদন্ত রাজু আহমেদ, আওয়ামীলীগ নেতা গোলাম শাহরিয়ার বাদল প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম, এছাড়া উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোরশেদুল আলম লিটন, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক বশীরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ, সাধারন সম্পাদক মনির হোসেনসহ শিক্ষার্থী, শিক্ষক, অভিবাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ।