১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নবীগঞ্জে সাংবাদিক নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ১

admin
প্রকাশিত এপ্রিল ৩, ২০২০
নবীগঞ্জে সাংবাদিক নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ১

Sharing is caring!

Manual1 Ad Code

অঞ্জন রায়, হবিগঞ্জ জেলা প্রতিনিধি : নবীগঞ্জে তিন সাংবাদিককে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুনকে প্রধান আসামি করে নবীগঞ্জ থানায় মামলা হয়েছে।

 

Manual3 Ad Code

বৃহস্পতিবার রাত ১২টায় সাংবাদিক এম মুজিবুর রহমান ওই মামলা দায়ের করেন। মামলায় আরও ৯ জনকে আসামি করা হয়েছে। এঘটনায় খালেদ নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার উপজেলার আউশকান্দি ইউনিয়নে নিম্ন আয়ের মানুষকে সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের সংবাদ প্রচার করায় সাংবাদিক শাহ সুলতান আহমেদসহ ৩ সাংবাদিককে মারধর করেন আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মহিবুর রহমান হারুন।

 

Manual4 Ad Code

এনিয়ে সর্বত্র তোলপার চলছে। আহত সাংবাদিক শাহসুলতানকে হাসপাতালে দেখতে যান স্থানীয় সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদগাজী,উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল,থানার ওসি মোঃ আজিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এঘটনায় জরুরী সভার আয়োজন করে নবীগগঞ্জ প্রেসক্লাব।

Manual3 Ad Code