২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

খেলাধুলা শিশুর মানসিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে- এম.পি টিটু

admin
প্রকাশিত জুলাই ৬, ২০১৯
খেলাধুলা শিশুর মানসিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে- এম.পি টিটু

Sharing is caring!

 

কেএম সুজন, টাংগাইল জেলা প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সরকরী কলেজ মাঠে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় নাগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোপিনাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ দুটি দল অংশ গ্রহন করে। এ খেলায় গোপিনাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে নাগরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

অন্যদিকে বিকেলে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলায় কাঠুরী সপ্রাবি ট্রাইবেকারে ৫-৪ গোলে কাজির পাচুরিয়া সপ্রাবি কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

উক্ত ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আহসানুল ইসলাম টিটু। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাংসদ টিটু।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা,উপজেলা শিক্ষা অফিসার সেলিমা আক্তার,সহকারী শিক্ষা অফিসার ফরহাদ হোসেন,সরকারী শিক্ষা অফিসার জিএম ফূয়াদ,স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবর আল মামুন, সাধারন সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।