১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভান্ডারিয়া থানা পুলিশের করোনা প্রতিরোধে কঠোর অবস্থান

admin
প্রকাশিত এপ্রিল ২, ২০২০
ভান্ডারিয়া থানা পুলিশের করোনা প্রতিরোধে কঠোর অবস্থান

Sharing is caring!

Manual2 Ad Code

সুমন মল্লিক, বিশেষ প্রতিনিধি:

পিরোজপুর জেলার পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এর নির্দেশে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান এর নেতৃত্বে
বৃহস্পতিবার সকালে করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণ কে সচেতন করতে মাইকিং, মহরা ( র‍্যালি) পৌরসভাসহ গুরুত্বপূর্ণ রাস্তা ও বাজার প্রদক্ষিণ করে।

 

Manual4 Ad Code

ইতিমধ্যে করোনা ভাইরাস বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অফিসার ইনচার্জ নির্দেশ দিয়েছেন সকল অফিসার ও ফোর্সদের এবং হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, মাক্স, বিতরণ করেছেন।

Manual2 Ad Code

 

অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান জানানঃ করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী ভান্ডারিয়া থানা পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে। মাইকিং, লিফলেট বিতরণ, বাজার মনিটরিং সহ সচেতনতা বৃদ্ধিতে প্রতিনিয়ত প্রশাসন নিজ ভূমিকা পালন করছে এবং পরবর্তী সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত কার্যক্রম চলমান থাকবে।

 

দেশের করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। এখন পর্যন্ত করোনা ভাইরাস সনাক্ত হয়েছে ৫৬ জনের দেহে ইতিমধ্যে মৃত্যু হয়েছে ৬ জনের। করোনা ভাইরাস এর উপর্সগ নিয়ে মৃত্যুর সংখ্যাটাও বৃদ্ধি পাচ্ছে তবে এদের নমুনা পরীক্ষায় এখন পর্যন্ত কারো শরীরে করোনা ভাইরাস এর উপস্থিতি পাওয়া যায়নি।

 

Manual5 Ad Code

পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়ন ১৮ বছরের এক স্কুল ছাত্রের করোনা ভাইরাসের উপর্সগ নিয়ে গত মঙ্গলবার মৃত্যুবরন করলে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এই ঘটনায় এলাকার ৫ টি বাড়ীকে লক ডাউন ও এলাকার জনসাধারকে হেম কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন উপজেলা প্রশাসন। অযথা বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে ভান্ডারিয়া থানা পুলিশ।

Manual1 Ad Code