Sharing is caring!
সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি :
করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঝিনাইদহে শাহাদৎ অটো।
বৃহস্পতিবার সকালে শহরের আরাপপুরে সুজুকি কোম্পানীর ডিলার শাহাদৎ অটোস’র পক্ষ থেকে আরাপপুর এলাকার দেড়’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আরাপপুরে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে চাল, ডাল, আলু, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাবার তুলে দেন শাহাদৎ অটোস’র স্বত্তাধীকারী সাঈদ লস্কর, তিনি বলেন পর্যায় ক্রর্মে আরো মানুষের মাঝে খাবার বিতরণ করবো। এসময় সুজুকি কোম্পানীর প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।