Sharing is caring!
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : মাওনা চৌরাস্তার শিক্ষাবান্ধব সামাজিক সংগঠন আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশন। বাংলাদেশে করোনা ভাইরাস ঘায়েল করার পর থেকেই বিভিন্ন সচেতনতামূলক কাজ করে যাচ্ছে।তারই ধারাবাহিকতায় বুধবার বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পথচারী,বাসাবাড়ি,ফার্মেসী ও বাজারের জনসাধারণগণকে আলোর দিশারী রোড এলার্ট কর্মসূচী পালন করেছে।
এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা খন্দকার আনোয়ার বলেন,মরণব্যাধী করোনা ভাইরাস সম্পর্কে মানুষের মধ্যে বিভিন্ন কাজ করে যাচ্ছি।তারই ধারাবাহিকতায় আমরা আজ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মাওনা চৌরাস্তা থেকে ভালুকা পর্যন্ত রোড এলার্ট করেছি।করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসার আগমুহূর্ত পর্যন্ত আমাদের সকল কর্মসূচী অব্যাহত থাকবে।