১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দুমকিতে অসহায় দের মাঝে চাল বিতরণ করলেন নির্বাহী অফিসার

admin
প্রকাশিত এপ্রিল ১, ২০২০
দুমকিতে অসহায় দের মাঝে চাল বিতরণ করলেন নির্বাহী অফিসার

Sharing is caring!

Manual2 Ad Code

ইউ এইস সুমা, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

 

বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আতঙ্ক করোনা ভাইরাস থমকে গেছে পুরো দেশ। প্রতিরোধে চলছে নানা ব্যবস্থা সারা দেশের ন্যায় পটুয়াখালীর দুমকীতেও চলছে লকডাউন। আটকে গেছে দিনমজুর শ্রমিকদের জীবন যাত্রার চলমান চাকা।

 

এই দুর্যোগ সময়ে দিশেহারা হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষগুলো ভুগছেন অভাব অনটন ও খাদ্য সংকটে। এই সংকট নিরসনে দিনমজুর শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন দুমকী উপজেলা নির্বাহী অফিসার শংকর কুমার বিশ্বাস। পটুয়াখালীর দুমকী উপজেলা পরিষদ ভবনের সামনে বুধবার সকালে ২৩০ জন শ্রমিকদের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করেন। এবং শ্রমিকদের সাথে লকডাউনে আটকে পড়া ১২ টি ভাস্যমান বেঁধে পরিবারের মাঝে ও এই চাল বিতরণ করেন।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন দুমকী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা ফরিদা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম, এ্যসিলেন্ট আল ইমরান, ও উপজেলা পরিষদের বিভিন্ন শ্রেনীর কর্মচারী এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ। এবং এতে সক্রিয় ভাবে সার্বিক সহযোগিতা করেন তারুন্যের ছোঁয়া সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

এ সময় দুমকী উপজেলা নির্বাহী অফিসার শংকর কুমার বিশ্বাস জানান যে দুমকিতে লকডাউনে আটকে পড়া অসহায় গরীব দিনমজুর ও শ্রমিকদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে এবং এ ধারা অব্যাহত থাকবে।