১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রংপুরে বৃহষ্পতিবার থেকে করোনা ‘টেস্ট’ শুরু

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০২০
রংপুরে বৃহষ্পতিবার থেকে করোনা ‘টেস্ট’ শুরু

Sharing is caring!

Manual6 Ad Code

মোঃ মনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত পিসিআর মেশিনে নমুনা পরীক্ষা শুরু হবে বৃহষ্পতিবার, ২রা এপ্রিল থেকে। এতে প্রতি ছয় ঘণ্টায় ৯৬ জনের নমুনা পরীক্ষা করা যাবে।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

গতকাল সোমবার মেশিন স্থাপনের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন রংপুর গণপূর্ত বিভাগের এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মিন্টু রায়। মঙ্গলবার, ৩১ মার্চ সংশ্লিষ্ট টেকলোজোজিস্টসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ শুরু হবে। আর প্রয়োজনীয় কীটস এ সময়ের মধ্যে এসে পৌছাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

এর আগে গত বৃহস্পতিবার রাত পৌনে দশটায় রংপুর মেডিকেল কলেজে এসে পৌছায় করোনা নমুনা পরীক্ষার পিসিআর মেশিন। তখন থেকেই কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবরেটরীতে স্থাপনের কাজ শুরু করে গণপূর্ত বিভাগ। আর তা তদারকি করছে করেজের মাইক্রোবায়োলোজি, ভাইরোলোজি ও বায়োকেমিস্ট্রি বিভাগ।

 

ঢাকা থেকে সাপ্লাইয়ের লোকজন এসে সফটওয়্যার ইন্সটলের কাজও করেছেন। সোমবার পুরো কাজটি সম্পন্ন হয়। রংপুর গণপূর্ত বিভাগের ঠিকাদার আকবর আলী জানান, গত ৫ দিনে আমরা রাত দিন কাজ করে মেশিনটি স্থাপন করেছি। এখন ল্যাবরেটরি প্রস্তুত।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

রংপুর গণপূর্ত বিভাগের এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মিন্টু রায় জানান, মেশিন সাপ্লাই প্রতিষ্ঠানের লোকজন এবং কলেজের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় গত কয়েকদিন ২৪ ঘন্টা কাজ হয়েছে। এখন মেশিন, পুরো ল্যাবরেটরি প্রস্তুত করে অধ্যক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

রংপুর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাব টেকনোলজিস্ট আতোয়ার রহমান জানান, করোনা পরিক্ষার জন্য সব কিছু প্রন্তুত।’