২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

সরকারি চাকুরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে আন্দোলন

admin
প্রকাশিত জুলাই ৬, ২০১৯
সরকারি চাকুরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে আন্দোলন

Sharing is caring!

 

মোঃআব্দুল করিম, চট্টগ্রামঃসরকারি চাকরিতে আবেদনের বয়স-সীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার দাবিতে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।

শনিবার (৬ জুলাই ২০১৯ইং) সকাল সাড়ে ১০টা থেকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে
সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে চলা এ কর্মসূচিতে অর্ধ-শতাধিক আন্দোলনকারীকে অংশ নিতে দেখা গেছে। সংগঠনটির দাবি সারাদেশ থেকে আন্দোলনকারীরা তাদের সঙ্গে যোগ দিচ্ছেন। আন্দোলনকারীরা চাকরিতে অবেদনের বয়স-সীমা ৩৫ করার দাবিতে ৩৫, ৩৫.. বলে স্লোগান দিচ্ছেন।

সংগঠনটির মুখপাত্র ইমতিয়াজ হোসেন বলেন, আমরা সকাল থেকে এখানে অবস্থান নিয়েছি। সারাদেশ থেকে চাকরি প্রত্যাশীরা আমাদের সঙ্গে যোগ দেবেন।আমাদের দাবি পূরণের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত এখানে আমরা অবস্থান করব।

দাবি বাস্তবায়নে সরকারের উচ্চ মহলের সঙ্গে যোগাযোগ চলছে উল্লেখ করে তিনি আরও বলেন, দশম জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পরপর তিনবার সুপারিশ করার পরও কেন সরকার এটিকে উপেক্ষা করছেন? আমরা শান্তিপূর্ণভাবে গত ৭ বছর ধরে এ আন্দোলন করে আসছি।

তিনি বলেন, আবারও সরকারের কাছে দাবি করছি, দ্রুত সময়ের মধ্যে আমাদের এ দাবি মেনে নিয়ে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা হোক।