১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

“ব্লাড ফর অল” সংগঠনের পক্ষ থেকে ৬০ পরিবারের মধ্যে ত্রান বিতরণ

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০২০
“ব্লাড ফর অল” সংগঠনের পক্ষ থেকে ৬০ পরিবারের মধ্যে ত্রান বিতরণ

Sharing is caring!

Manual7 Ad Code

জে এইচ হৃদয় , নবীনগর প্রতিনিধি:

Manual1 Ad Code

করোনার জন্য যখন সকল মানুষ গৃহবন্ধি ঠিক তখনও বসে নেই নবীনগর উরজেলার ” ব্লাড ফর অল ” সংগঠনের স্বেচ্ছাসেবকরা ৷ বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামের খেটে খাওয়া দিন মজুর ও দরিদ্র পরিবারগুলোর বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা৷

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

যার মধ্যে প্রত্যেক পরিবারের জন্য ছিল : চাল ৩ কেজি, পেয়াজ ১ কেজি, আলু ২ কেজি, মশুরের ডাল ১/২ কেজি, তেল ১ লিটার ও একটি সাবান ৷ ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা – জে এইচ হৃদয় ৷ তাছাড়া উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা মোঃ আক্কাস আরো উপস্থিত ছিলেন হোসাইন মোহাম্মদ জামির , নজরুল ইসলাম ,আশরাফ চৌধুরী , সহিদুল্লাহ , আনোয়ার, , কামরুল হাসান , মোশারফ , আরিয়ান মাহমুদ সুজন, রাসেল আহমেদ সহ আরো অনেক স্বেচ্ছাসেবক ৷

Manual4 Ad Code

 

সংগঠনের প্রতিষ্ঠাতা জে এইচ হৃদয় বলেন – যতদিন করোনার প্রকোপ থাকবে তারা ততদিন মাঠে থাকবে এবং সকল প্রকার মানুষের পাশে থাকবে ৷ ” ব্লাড ফর অল ” সবসময় মানবতার কাজে ছিল , আছে এবং আগামীতে ও থাকবে , ইনআল্লাহ ৷