১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অসহায় পরিবারের পাশে ভোলা বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাব

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০২০
অসহায় পরিবারের পাশে ভোলা বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাব

Sharing is caring!

Manual4 Ad Code

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

Manual2 Ad Code

করোনা সংক্রমণ রোধে পুরো ভোলা জেলার সকল উপজেলাগুলো লক ডাউন। ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সকল দোকান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। করোনা ভাইরাস মানুষের মাঝে সচেতনতার লক্ষে ভোলা বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ ব্যতিক্রমি উদ্যোগ নিয়ে এ দুর্যোগের সময় অসহায় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন।

 

বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাব এর পক্ষ থেকে উপজেলার হাকিমুদ্দিন মেঘনা পাড় এলাকায়, বোরহানগঞ্জ, উদয়পুর রাস্তামাথা, খাসমহল, কাজির হাট, মনিরাম, গ্যাস ফিল্ড এলাকার প্রতিবন্ধি ও অসহায় প্রায় তিন শত পরিবারের মাঝে ১টি মাক্স, ১টি স্যাভলন সাবান ও ২টি বল সাবান বিতরণ করা হয়।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

সোমবার সকাল ৯টায় প্রথমে বোরহানউদ্দিন পৌর ২নং ওয়ার্ডে উত্তর বাসষ্ট্যান্ডে প্রতিবন্ধি মো: আনিস এর মাঝে এ সামগ্রী বিতরণ করে পর্যায়ক্রমে দুপুর পর্যন্ত ৩শত পরিবারের মাঝে বিতরণ করেন। এসময় করোনা ঝুঁকি এড়াতে জন সমাগম ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রত্যেক কে সচেতনতা লক্ষে সকলকে পরমার্শ দেন তারা।

 

এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল মালেক, সহ-সভাপতি এম এ অন্তর হাওলাদার, কাজী মো: বাবুল, যুগ্ম সম্পাদক মো: রিয়াজ বাদশা, মো: নাছির পাটোয়ারী, অর্থ সম্পাদক মো: মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মো: ফোরকান প্রমূখ সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।

Manual7 Ad Code

 

এব্যাপারে বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম বলেন, আমরা সংবাদকর্মীদের ক্ষুদে প্রয়াসে এ দুর্যোগকালীন সময় মানুষ কে সচেতনতার লক্ষে ১টি মাক্স, ১টি স্যাভলন সাবান ও ২টি বল সাবান ৩শত পরিবারের মাঝে বিতরণ করেছি। অসহায় পরিবার গুলোর মধ্যে হাত দোয়া নিশ্চিত করার লক্ষে আমরা সকলকে পরমার্শ দিয়েছি।