১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

করোনাভাই প্রতিরোধে সচেতনতা ও দরিদ্রদের পাশে দাড়ালো মেধাবী কল্যাণ সংস্থা

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০২০
করোনাভাই প্রতিরোধে সচেতনতা ও  দরিদ্রদের পাশে দাড়ালো মেধাবী কল্যাণ সংস্থা

Sharing is caring!

Manual7 Ad Code

মোঃ রুবেল মিয়া চিলমারী প্রতিনিধি ;

বিশ্বব্যাপী করোনা ভাইরাস (COVID-19) এর প্রকোপ সম্পর্কে জনসচেতনতা ও দারিদ্র্য জনগনের পাশে দাড়িয়েছে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার সেচ্ছাসেবী সংগঠন মেধাবী কল্যাণ সংস্থা।

 

Manual7 Ad Code

গত ৮ দিন ধরে করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও স্বেচ্ছাসেবক প্রধান মোঃ নুরুল আলম জানান, শুরতেই তারা লিফলেট বিতরণ ও পোস্টারিং করে জনসচেতনতা করলেও গত ৫ দিন ধরে উপজেলা ক্যাম্পাস, বাজার, হাসপাতাল, সরকারী ও বেসরকারী স্থাপনা, মসজিদ, রাস্তা, ড্রেন, জনগুরুত্বপূর্ণ স্থাপনাসহ চিলমারীর বিভিন্ন এলাকায় জীবাণুনাশক ঔষধ স্প্রে করে যাচ্ছেন। মাইকিং করে জন সাধারণকে নিজ নিজ ঘরে অবস্থান করতে বলছেন। মাস্ক ও সাবান বিতরণ করে মানুষকে নিয়মিত হাত ধোয়া ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অনুরোধ করে যাচ্ছেন।
হোম কোয়ারান্টাইন এ থাকায় কাজে যেতে পারছে না হতদরিদ্র দিনমজুর মানুষেরা। তাই অসহায় মানুষদের ঘরে ঘরে গিয়ে চাল,ডালসহ প্রয়োজনীয় জিনিসপত্র দিয়েও সাহায্য করছেন সংগঠনটির সদস্যরা।

Manual3 Ad Code

 

মেধাবী কল্যাণ সংস্থার এক স্বেচ্ছাসেবক জাহাঙ্গীর জুনাইদ বলেন, “এই ক্রান্তিকালে কেউ ঘরে বসে নেই , আজ ৭ দিন যাবত সকাল থেকে রাত পর্যন্ত জীবাণুনাশক স্প্রে করছি, মানুষকে সচেতন করার মাধ্যমে করোনা প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করছি। ”

 

Manual4 Ad Code

এছাড়াও সংগঠনটির অন্যান্য স্বেচ্ছাসেবকগণ জরুরী খাদ্য সহায়তা হিসেবে কিছু দুঃস্থ পরিবারের দোরগড়ায় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।

 

উল্লেখ্য যে, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় শিক্ষার প্রসার ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত হওয়া স্বেচ্ছাসেবী সংগঠন মেধাবী কল্যাণ সংস্থা। মেধাবিকাশের পাশাপাশি এই সংগঠনটি চিলমারী উপজেলার বিভিন্ন দুর্যোগ ও সংকট সময়ে এলাকার জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

Manual2 Ad Code