১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভোলা লালমোহন পৌর সভায় অসহায় গরীবদের ঘরে ঘরে গিয়ে নিজ দায়িত্বে ত্রাণ ও লিফলেট বিতরণ করেন, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান

admin
প্রকাশিত মার্চ ৩০, ২০২০
ভোলা লালমোহন পৌর সভায় অসহায় গরীবদের ঘরে ঘরে গিয়ে নিজ দায়িত্বে ত্রাণ ও লিফলেট বিতরণ করেন, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান

Sharing is caring!

Manual7 Ad Code

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

Manual1 Ad Code

ভোলা লালমোহন এর কর্মহীন অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান । আজ দুপুরে ভোলা লালমোহন এর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভিক্ষুক, দিনমজুর ও রিকশাচালকদের মাঝে খাবারের বস্তা ও লিফটের তুলে দেন তিনি।

 

Manual8 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান , সহ অন্যান্য পুলিশ সদস্যরা ও প্রমুখ।

 

Manual3 Ad Code

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, করোনাভাইরাস রোধে সারাদেশে সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এ সময় সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। এতে দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। তাদের সহায়তা দিতে এ আয়োজন করেন। এ সময় তিনি সকলকে খাদ্য সামগ্রী দিয়ে বাড়ি চলে যাওয়ার অনুরোধ করেন।

 

তিনি আরো বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় ভোলা জেলার সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে। এই দুর্যোগে মানবিক সহায়তা হিসেবে হতদরিদ্র পরিবার গুলোর মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। সরকারি নির্দেশনা মেনে চলমান সংকট কাটিয়ে উঠতে ৪ এপ্রিল পর্যন্ত সকলকে ঘরে থাকতে হবে। সামাজিক ও নিরাপদ দূরত্ব বজায় রাখুন। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই সংকট মোকাবেলা করা সম্ভব হবে।

Manual5 Ad Code

 

জন-সচেতনতায় মাঠে কাজ করছেন পুলিশ সদস্যরা। এছাড়া অহেতুক কাউকে হয়রানী না করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দেন তিনি। এবং সকল জনগনেরকে সতর্ক ভাবে থাকতে বলেন।