১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভোলা লালমোহন এ পূর্ব শত্রুতার জের ধরে ২জনকে পিটিয়ে আহত করার অভিযোগ

admin
প্রকাশিত মার্চ ৩০, ২০২০
ভোলা লালমোহন এ পূর্ব শত্রুতার জের ধরে ২জনকে পিটিয়ে আহত করার অভিযোগ

Sharing is caring!

Manual1 Ad Code

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

লালমোহনে পূর্ব শত্রুতার জের ধরে মা-ছেলে দুইজনকে বেদম পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বদরপুর ইউনিয়নের কাদিরাবাদ গ্রামের ৪নং ওয়ার্ডে বাবুর্চি বাড়িতে ২৮ মার্চ সকাল অনুমান ৯টার দিকে এ ঘটনা ঘটে।

 

Manual8 Ad Code

জানা যায়, বাবুর্চি বাড়ির মুক্তার তার স্ত্রী ও ছেলেমেয়েকে বাড়িতে রেখে জীবন জীবিকার টানে ঢাকায় থাকে। বাড়িতে তার স্ত্রী সংসার দেখাশুনা করে। স্বামী বাড়িতে না থাকার সুযোগে পার্শ্ববর্তী লেজছকিনা ডাকাত বাড়ির মনির আসা যাওয়ার পথে ওই মহিলাকে বিভিন্ন সময় খারাপ কথাবার্তা বলে এবং বিভিন্নভাবে অশোভন ইঙ্গিত করে উত্যক্ত করতে থাকে।

Manual2 Ad Code

 

মনিরের এধরণের খারাপ ইঙ্গিতে সাড়া না দেয়ার কারণে দুই সন্তানের জননী ফরিদার ওপর ক্ষিপ্ত হয়ে তার ক্ষতি করার চেষ্টা করে এবং বিভিন্নভাবে হুমকি ধামকি ভয়ভীতি দেখিয়ে হয়রানি করতে থাকে। সুযোগ পেলেই মনির তাদের ওপর চড়াও হয়ে ওঠে। একপর্যায়ে ঘটনার দিন ২৮ মার্চ সকাল অনুমান ৯টার দিকে ফরিদার ঘরের সামনের মাঠে মনির (২২) তার সাঙ্গপাঙ্গ নিয়ে ক্রিকেট খেলাতে যায় এবং সেখানে আড্ডা দেয়। বার বার ফরিদার ঘরের দিকে বল মারে।

 

বল গিয়ে ঘরের বেড়া ও চালের ওপর পড়ে। এতে ফরিদার ছেলে সাকিল (১২) তাদের বাধা দিলে মনির ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারপিট করে। সাকিল দৌড়ে ঘরে ঢুকে গেলে মনির, ছালা উদ্দিন, সাকিব, নুর নবীসহ আরো কয়েকজন মিলে ঘরে ঢুকে সাকিলকে মারপিট করতে থাকলে তার মা ফরিদা এসে ছেলেকে বাঁচাতে ঝাপিয়ে পড়ে এবং মনিরের কাছে ক্ষমা চাইতে থাকে।

Manual8 Ad Code

 

কিন্তু মনির ক্ষান্ত না হয়ে ফরিদাকেসহ পিটিয়ে আহত করে এবং ফরিদাকে টানাহেঁচড়া করে শ্লীলতাহানির ঘটনা ঘটায় বলে জানান ভুক্তভোগী ফরিদা ও তার পরিবার। পরপর দুই ধাপে হামলা ও মারপিট করে। মারপিটের সময় টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় বলেও জানা যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করায়। ভুক্তভোগী পরিবার এ ঘটনার ন্যায় বিচার দাবি করেন।

Manual4 Ad Code