১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াইশ পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

admin
প্রকাশিত মার্চ ৩০, ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় আড়াইশ পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Sharing is caring!

Manual4 Ad Code

সায়মন ওবায়েদ শাকিল, বিশেষ প্রতিনিধি : 

‘সেবাই ব্রত, করিব বিকশিত’-এ স্লোগানকে সামনে রেখে করোনার প্রভাবে বেকার হয়ে পড়া আড়াইশ পরিবারের মধ্যে ২০ কেজি চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে।

 

Manual6 Ad Code

সোমবার (৩০ মার্চ) দুপুরে শহরের পাইকপাড়ায় ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচির আওতায় শতাধিক পরিবারের মধ্যে এ খাবারসামগ্রী বিতরণ করা হয়।

Manual8 Ad Code

 

কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বি এম এর সাধারণ সম্পাদক ও বিশিষ্ট চিকিৎসক ডা. মো. আবু সাঈদ। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল বিভূতি ভুষণ দেবনাথ, ব্যবসায়ী সেলিম মিয়া, মো. মফিজ উদ্দিন, বুলবুল মিয়াসহ অত্র ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

 

Manual8 Ad Code

পর্যায়ক্রমে আরো দেড়শ অসহায় পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হবে।

Manual8 Ad Code