Sharing is caring!
ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলায় সোমবার সকাল ১১টার সময় মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মাসুদ সর্দারের নেতৃত্বে, শহরের বিভিন্ন সড়কে জীবাণুনাশক পানি ছিটানো হয়। এই সময়ে উপস্থিত ছিলেন, মাগুরার সুযোগ্য জেলা প্রশাসক, ডঃ আশরাফুল আলম ।
মাগুরার সুযোগ্য পুলিশ সুপার, খান মোহাম্মদ রেজোওয়ান (পিপিএম)। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অন্যান্য সদস্যবৃন্দ। অগ্নিকাণ্ড নির্বাপনে ও সড়ক দুর্ঘটনায় এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিসের সদস্যরা বিভিন্ন সাহসী ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় করোনা প্রতিরোধে মাগুরাতে জীবাণুনাশক স্প্রে কর্মসূচি গ্রহণ করা হয়।
এসময় ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক বলেন দেশের ক্রান্তিকালীন সময়ে ফায়ার সার্ভিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সামনের দিনগুলোতেও সাহসিকতার সাথে সকল পরিবেশে কাজ করার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে।