Sharing is caring!

কেএম সুজন,টাংগাইল জেলা প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে ‘ আমার গ্রাম আমার শহর ‘ উন্নয়ন কর্মসূচি বিষয়ে উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারবৃন্দ ও শিক্ষক প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন সাংসদ আহসানুল ইসলাম টিটু।
আজ শনিবার উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভার অায়োজন করা হয়।
এ সময় সাংসদ টিটু বলেন,’পর্যায়ক্রমে নাগরপুরের রাস্তা ঘাট,স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।নাগরপুর উপজেলা হবে উন্নয়নের রোল মডেল।’
এ মতবিনিময় সভায় জনপ্রতিনিধিরা তাদের এলাকার বিভিন্ন সমস্যাবলি সাংসদের সামনে উপস্থাপন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল,উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর,ভারড়া ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার,গয়হাটা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আসকর, বেকড়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন,জেলা পরিষদ সদস্য কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবর আল মামুন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।