Sharing is caring!
মোঃ রুবেল মিয়া, চিলমারী প্রতিনিধি :
কুড়িগ্রামের চিলমারীতে সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে এবং কারুপণ্য রংপুর
লিমিটেডের সহযোগিতায় পাঁচশত জন দরিদ্র মানুষের মাঝে কাপড়ের তৈরি মাস্ক ও করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়া সংক্রান্ত লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়েছে।
গত শুক্রবার চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের পানাতি পাড়া গ্রামে ও বন বিভাগ সংলগ্ন এলাকায় এসকল মাক্স লিফলেট বিতরণ করা হয়। এসময় সমকাল সুহৃদ সমাবেশের প্রধান উপদেষ্টা, সমকাল চিলমারী উপজেলা প্রতিনিধি
নাজমুল হুদা পারভেজ, সমকাল সুহৃদ সমাবেশের চিলমারী শাখার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, সমকাল সুৃহৃদ সদস্য -মোঃ রুবেল মিয়া মোঃ,বুলবুল মিয়া , মোঃরাজু মিয়া, মোঃ রিদয় হাসান, মোছাঃ শিল্পী আক্তার, অর্পণ ও তিথি উপস্থিত ছিলো।
পরে সুহৃদ সমকাল সমাবেশের সদস্য রাজু এবং রুবেল এর পক্ষ থেকে শরীফের হাট এলাকা থেকে জোড়গাছ পুরাতন বাজার পর্যন্ত করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক মাইকিং করা হয়।