১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নোভেল করোনার প্রভাবে ফাঁকা লোহাগড়া

admin
প্রকাশিত মার্চ ৩০, ২০২০
নোভেল করোনার প্রভাবে ফাঁকা লোহাগড়া

Sharing is caring!

Manual4 Ad Code

মোঃ আঃ রহমান শেখ,  নড়াইল সংবাদদাতা :

নড়াইলের লোহাগড়ায় নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নেওয়া পদক্ষেপে ফাঁকা হয়ে গেছে হাট-বাজার রাস্তাঘাটসহ দোকানপাট, বন্ধ রয়েছে হোটেল, রেস্টুরেন্ট, ব‍্যাংকের কিস্তি আদায়, অফিস আদালত। তবে সীমিত আকারে চলছে কাঁচাবাজার, ঔষধের দোকান।

 

সোমবার সকালে লোহাগড়া বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লক্ষীপাশা, কুন্দশি চৌরাস্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে দেখা যায় রাস্তাঘাট ফাঁকা লোকজন নেই বললেই চলে। ভ‍্যানগাড়ি চলছে বিক্ষিপ্তভাবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। বাইরে বের হলেই প্রশাসনের জবাবদিহির মুখোমুখি হতে হচ্ছে। পুলিশের পাশাপাশি রয়েছে সেনাবাহিনীর টহল দল। প্রশাসনের পক্ষ থেকে বার বার সচেতন করছে প্রশাসন।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

রোমান শেখ নামে একজন বলেন তিনি ঔষধ কিনতে বাজারে এসেছেন। এছাড়াও আরও কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন সরকারের সিদ্ধান্তের প্রতি তারা শ্রদ্ধাশীল কেউ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না। তবে বিশেষ প্রয়োজনে কেউ এসেছেন কাঁচাবাজার করতে কেউ বা এসেছেন ঔষধ কিনতে। আবার কেউবা এসেছেন ভ‍্যান, ইজিবাইক চালাতে।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

এদিকে করোনার প্রভাবে প্রাইভেট প্রাকটিস বন্ধ করেছেন চিকিৎসকরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরেও রোগীর চাপ নেই বললেই চলে। আউটডোরে সেবা প্রার্থীদের নিরাপদ দূরত্ব বজায় রেখে সেবা নিতে তিনফিট পরপর গোলদাগ দেওয়া হয়েছে। তবে গুরুতর অসুস্থ রোগী ছাড়া কাউকে ভর্তি করা হচ্ছে না।

 

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন বলেন চিকিৎসক ও নার্সদের করোনা মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে।