Sharing is caring!
মোঃ মনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর জেলার কোতোয়ালী থানাধীন বেশ কয়েকটি এলাকার নিম্ন আয়ের ও সাধারন পথচারীদের মাঝে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখার লক্ষে মাস্ক ও সাবান বিতরন করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন, বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র, রংপুর জেলার পুলিশ সুপার, জনাব বিপ্লব কুমার সরকার।
আজ সোমবার ৩০ই মার্চ বেলা আনুমানিক ২ টার সময় রংপুর জেলার কোতোয়ালী থানাধীন অযোদ্ধা পুর এলাকাসহ বেশ কয়েকটি এলাকার নিম্ন আয়ের সাধারন মানুষের মাঝে মাস্ক ও সাবান এবং সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়।
এসময় নিম্ন আয়ের ও সাধারন পথচারীদের মাঝে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখার লক্ষে মাস্ক ও সাবান বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু মারুফ হোসেন, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত (প্রশাসন ও অপরাধ) রংপুর। জনাব আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) রংপুর, এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ সহ উপস্থিত ছিলেন।