Sharing is caring!
মোঃ জাকির হোসেন মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে সায়হাম গ্রুপের সৌজন্যে মার্কস বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে সায়হাম গ্রুপের জি.এম প্রকৌশলী রেজাউল হক উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনূভা নাশতারানের কাছে ১০ হাজার পিস এবং থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেনের কাছে ২ হাজার পিস মার্কস তুলে দেন।
এ সময় সায়হাম নীট কম্পজিটের ডি.জি এম মাসুদুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক আলমগীর কবির, সাংবাদিক শেখ জাহান রনিসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সায়হাম গ্রুপের এম.ডি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেন দেশের যে কোন দূর্যোগকালে সায়হাম পরিবার জনগণের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ।