১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোপালগঞ্জের সদর উপজেলায় ২’শ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত মার্চ ২৯, ২০২০
গোপালগঞ্জের সদর উপজেলায় ২’শ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

Sharing is caring!

Manual3 Ad Code

রকিবুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

Manual7 Ad Code

গোপালগঞ্জে করোনা পরিস্থিতিতে জেলা প্রশাসনের সহযোগিতায় ২’শ দু:স্থ ও সুবিধাবঞ্চিত পরিবারকে বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী সহায়তা দেয়া হয়েছে।

Manual1 Ad Code

রবিবার বিকালে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাদিকুর রহমান খানের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মো: মনোয়ার হোসেন ট্যাগ অফিসার সদর যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহমেদ ও পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো: মোশারফ হোসেনকে সাথে নিয়ে সদর উপজেলাধীন লতিফপুর ইউনিয়নের মানিকদাহ আদর্শ গ্রাম, মধুমতি আদর্শ গ্রাম ও মানিকদাহ আশ্রয়ন প্রকল্পের মোট ২’শ পরিবারের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিরতণ করেন।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন, ১ কেজি পিয়াজ, ১ কেজি রসুন ও ১’শ গ্রাম শুকনা মরিচ।

Manual2 Ad Code

এ সময় স্থানীয় ইউপি সদস্য জাহিদ বিশ্বাস, মিলন বাকচী সহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

খাদ্য সামগ্রী বিতরণের সময় সহকারী কমিশনার (ভূমি) মো: মনোয়ার হোসেন বলেন, চলমান করোনা যুদ্ধে দুঃস্থ ও সুবিধাবঞ্চিত সকল মানুষের পাশে থাকবে গোপালগঞ্জ জেলা প্রশাসন। অসহায় মানুষদের খাদ্য সামগ্রী সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি সকলকে সচেতন হতে হবে, বিশেষ জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না, সরকারের নির্দেশনা মেনে চলতে হবে।

Manual1 Ad Code
Manual7 Ad Code