Sharing is caring!
রাকিবুল হাসান,গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলা বরমী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আনোয়ার হোসেন সরকার সদস্য জেলা পরিষদ করোনা ভাইরাস এর সচেতনতায় ১৫০ টা মাস্ক বিতরণ করেন ও ১৫০ টা সাবান বিতরণ করেন রবিবার সকাল থেকে বিকাল পযর্ন্ত। ইউনিয়ন পরিষদের আওতাধীন
সোনাকর নতুন বাজার,তাতীসুতা শিমুলতুলি নেহালিয়া,সিটপারা, সাতখামাইর, বরামা,বরপানি, এলাকার অসহায়দের মাঝে নিজ হাতে মাস্ক বিতরণ করেছেন । মাস্ক বিতরণ কালে, দৈনিক সাপ্তাহিক অভিযো পত্রিকার প্রতিনিধিঃরাকিবুল হাসান রাকিবের সাথে আলাপ কালে আনোয়ার হোসেন সরকার বলেন, আমরা সবাই যদি সচেতন হই, আর যার যার অবস্থান থেকে অন্যকে সচেতন করি তাহলে যেকোনো মহামারি থেকে বাংলাদেশের জনগণকে রক্ষা করা সম্ভব।
মানুষকে সচেতন করাই মূল উদ্দেশ্য জানিয়ে তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষ তার নিজ অবস্থান থেকে সচেতনামূলক ও সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসুক। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমরা আরও এগিয়ে যাব।
করোনাভাইরাসে কারনে গত কয়েকদিন বাংলাদেশ কার্যত লকডাউন। আর এমন পরিস্থিতিতে সবচেয়ে বিপদে পড়েছে দিনমজুর, রিকশাওয়ালাসহ বিভিন্ন পেশার খেটে খাওয়া মানুষেরা। এই সময়ে সবারই উচিত অসহায় এই মানুষদের পাশে এসে দাঁড়ানো। যার যার অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী কিছু করা।
মানবতার ফেরিওয়ালা আনোয়ার হোসেন সরকার সদস্য জেলা পরিষদ গাজীপুর অসহায় দরিদ্র দিনমজুরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন,এটা লোক দেখানো কিছু না। কেবল নিজের দায়বদ্ধতা থেকে আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। মানুষ মানুষের জন্য। বিপদেই মনুষ্যত্বের পরিচয়। আসুন আমরা হাত গুটিয়ে বসে না থেকে যে যার অবস্থান থেকে করোনাভারইরাস পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করি।
সবাই ঘরে থাকি।গুরুত্বপূর্ণ প্রয়োজন ছাড়া বাইরে বের না হই। সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে বারবার হাত ধুই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলি। যার যার অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করি।