Sharing is caring!
মোঃ মালিক মিয়া, বিশেষ প্রতিনিধি কমলগঞ্জ ::
কমলগঞ্জ উপজেলার ৭ নং আদমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড কাটাবিল গ্রামে গতকাল ২৮ মার্চ রোজ শনিবার দিবাগত গভীর
রাত ৩ ঘটিকার পরে এ সিঁধেল চুরির ঘটনাটি ঘটেছে।
মনিপুরী অধ্যুষিত এ এলাকায় মৃত গৌড় সিংহের ছেলে হিরেন্দ্র সিংহের রান্না ঘরের নিচের দিকে সুরঙ্গ সিঁদেল কেটে চোর দল ঘরে প্রবেশ করে। জমি লিজ বাবদ ঘরে রক্ষিত নগদ প্রায় অর্ধ লক্ষ টাকা স্বর্ণ অলংকার এবং প্রয়োজনীয় ব্যবহৃত মালামাল নিয়ে যায় বলে অভিযোগ হিরেন্দ্র সিংহ। স্থানীয় ইউপি সদস্য জুমেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি কমলগঞ্জ থানা কে অবহিত করা হবে