Sharing is caring!
শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
রূপগঞ্জে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে হতদরিদ্র, দুস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী নেতা আনছর আলী।
রবিবার রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াবও, মধুখালি গ্রামে দুঃস্থদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । এসময় উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদ , রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের এর সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মতিন মিয়া, সাবেক উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি , মিঠু খন্দকার, যুবলীগ নেতা নবী হোসেন, আবু তাহের মেহেদী হাছান।
রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলী বলেন এই পযন্ত প্রায় ৮০০ টি দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করতে সক্ষম হয়েছি। প্রতিটি পরিবারের জন্য ২ কেজি চাল, ১ কেজি আলু ,১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ টি করে সাবান দেওয়া হয়েছে। তিনি আরো বলেন দেশে করোনা পরিস্থিতি যতদিন পযন্ত ঠিক না হচ্ছে তখন দিন আমার খাদ্য সামগ্রী বিতরণ অভ্যাহত থাকবে।