Sharing is caring!
সানিউর রহমান : গতকাল ২৯ মার্চ রবিবার বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুরে করোনা ভাইরাস সচেতনতায় জীবাণু নাশক স্পে, লিফলেট ও সাবান বিতরণের মাধ্যমে অষ্টম দিনের কার্যক্রম সম্পূর্ণ করে আলোর সিঁড়ি সেবা সংগঠন। উক্তদিনের কার্যক্রমে সংগঠনটির সাথে থেকে সহযোগিতা করেছেন। বিষ্ণুপুর ইউ.পি চেয়ারম্যান জামাল উদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাকি কাউসার জনি, সাথে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সানিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আরিয়ান আদনান রনি, পাহাড়পুর ইউনিয়ন কমিটির সদস্য সাইফুল ইসলাম শুভ, কামরুজ্জামা,সুজন প্রমুখ্য।
গত ২২ মার্চ ২০২০ তারিখ থেকে আজ ২৯ মার্চ ২০২০ তারিখ এই ৮ দিন আলোর সিঁড়ি সেবা সংগঠন করোনা ভাইরাস সচেতনতায় সারা বিজয়নগরে বিভিন্ন রকমের কর্মসূচি।
সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি সানিউর রহমান জানিয়েছেন এই আট দিনে তাঁরা মাইকিং,লিফলেট, মাক্স,সাবান ও জীবাণু নাশক স্পে করেছে বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়ন ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সেন্দা ইউনিয়ন সহ কিছু কিছু অঞ্চলে। তিনি আরও বলেন এই বিশাল কর্মসূচি করতে কেন্দ্রীয় কমিটির সাথে সহযোগিতা করেছে পাহাড়পুর ইউনিয়ন কমিটি, অঘোষিত বিষ্ণুপুর ইউনিয়ন কমিটি, অঘোষিত সিংগারবিল ইউনিয়ন কমিটি এবং সার্বিক ভাবে সবসময় পাশে ছিলেন সংগঠন এর প্রধান উপদেষ্টা কামরুল হাসান সোহাগ। এই ৮ দিনের কর্মসূচি যাদের অক্লান্ত পরিশ্রমে সম্পূর্ণ হয়েছে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
প্রধান উপদেষ্টা কামরুল হাসান সোহাগ বলেছে আলোর সিঁড়ি সেবা সংগঠন এর সাথে তিনি সবসময় ছিলেন, আছে ভবিষ্যতেও ছায়া হয়ে থাকবে সংগঠনের পাশে। এবং করোনা ভাইরাস নিয়ে তাদের কর্মসূচি চলমান থাকবে যতদিন এই মহামারী থেকে বাংলাদেশ নিরাপদ না হবে।