১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নবীগঞ্জে ৬ নং কুর্শি ইউনিয়নের সব কয়টি বাজারর খাদ্য সামগ্রী তুলে দিলেন ইউএনও

admin
প্রকাশিত মার্চ ২৯, ২০২০
নবীগঞ্জে ৬ নং কুর্শি ইউনিয়নের সব কয়টি বাজারর খাদ্য সামগ্রী তুলে দিলেন ইউএনও

Sharing is caring!

Manual6 Ad Code

অঞ্জন রায়, হবিগঞ্জ জেলা প্রতিনিধি : নবীগঞ্জে ৬নং কুর্শি ইউনিয়নের কর্মজীবী মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

Manual5 Ad Code

 

রবি বার সন্ধায় হতে কর্মজীবী দরিদ্রদের কে নিজ হাতে খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল।

 

Manual7 Ad Code

ইউএনও জানান, সরকারের বিশেষ বরাদ্দ থেকে নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়েরর সব গুলো বাজারের ১০০ জন কর্মজীবী মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।

 

Manual8 Ad Code

এ সময় প্রত্যেকের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এলাকায় বিতরণকালে সামাজিক দূরত্ব বজায় রেখে এতে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসার এ কে এম মাকসুদুর আলম , ইউনিয়ন চেয়ারম্যান আলী আহমদ মুসা, মানবজমিনের স্টাফ রিপোর্টস এম এ বাছিত, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হাসন চৌধুরী, প্রমূখ।

 

উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে সারাদেশের ন্যায় গত ২৫ মার্চ থেকে নবীগঞ্জে দোকান পাট ও যান চলাচল বন্ধ ঘোষনা করা হয়। এরপর থেকে নিম্ন আয়ের দিন মজুর মানুষ বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন।

Manual4 Ad Code

 

এসব দিক বিবেচনা করে সরকার বিশেষ বরাদ্দের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করে। পর্যায়ক্রমে আগামী সোমবারের মধ্যে উপজেলার প্রত্যেক এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার পৌছে দেয়া হবে বলেও জানান ইউএনও।