১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাধবপুরে মাদ্রাসার ঘর ভেঙ্গে ফেলার অভিযোগ

admin
প্রকাশিত মার্চ ২৯, ২০২০
মাধবপুরে মাদ্রাসার ঘর ভেঙ্গে ফেলার অভিযোগ

Sharing is caring!

Manual2 Ad Code

মোঃ জাকির হোসেন, মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর রহীমুন্নেছা দারুছুন্নাহ কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার একটি ঘর জোর পূর্বক ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

 

এ ঘটনায় মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ আব্দুল্লাহ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার কমলপুর গ্রামে ২০০৫ সালে ১০ শতাংশ জমির উপর রহীমুন্নেছা দারুছুন্নাহ কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্টিত হয়।

 

Manual6 Ad Code

প্রতিষ্ঠার পর থেকেই মাদ্রাসাটি দ্বীনি শিক্ষা বোর্ড হবিগঞ্জের তত্তাবধানে প্রায় ১৬ বছর যাবত দ্বীনি শিক্ষার আনজাম দিয়ে আসছে।

 

Manual2 Ad Code

কয়েক মাস আগে কমলপুর গ্রামের আব্দুল মোতালিব মিয়ার ছেলে আব্দুল হান্নান কিছু ছাত্রদের কে প্রাইভেট পড়ানোর জন্য মাদ্রাসার একটি খালি কক্ষ সাময়িক সময় ব্যবহারের অনুমতি চায়। তখন কক্ষটি খালি থাকায় মাদ্রাসার পরিচালক তাকে কক্ষটি ব্যবহারের মৌখিক অনুমতি দেয়।

 

সম্প্রতি মাদ্রসার ভবন নির্মাণ কাজ শুরু করলে মাদ্রসার ছাত্র- ছাত্রীদের পড়াশুনার জন্য কক্ষটি প্রয়োজন হলে আব্দুল হান্নান কে কক্ষটি খালি করার জন্য বললে তিনি জোর পূবক থাকার পায়তারা করছে এবং গ্রামের কিছু সংখ্যক উশৃঙ্গল লোকদের নিয়ে কমিটির অনুমতি ছাড়া অন্যায়ভাবে মাদ্রসার উত্তর ভিটার একটি ঘর ভেঙ্গে ফেলে ।

Manual3 Ad Code

 

তাছাড়া মাদ্রাসার নলকূপটি সরিয়ে ফেলে। এ ঘটনায় মাদ্রাসার পরিচালক প্রতিবাদ করলে ছাত্র- শিক্ষকদের বের করে দেওয়ার হুমকি দেয়।

Manual8 Ad Code

 

এ ঘটনায় মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ আব্দুল্লাহ বাদি হয়ে আব্দুল হান্নানসহ ৩ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

 

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহামেদ জানান, অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করার জন্য এএসআই নাজিম উদ্দিন কে দায়িত্ব দেওয়া হয়েছে।