Sharing is caring!
নার্গীস ইসলাম, রংপুর (বদরগঞ্জ) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে করোনার প্রভাবে দিন মজুরদের বেহাল দশা। সে ভাবে দেখার কেউ নেই। বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাস দেশে সংক্রমন প্রতিরোধে সরকারি নিদের্শনা মতে দেশের সকল মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও নিরাপদে থাকতে বলা হয়েছে।
তাই অসহায়,দরিদ্র মানুষ গুলো পড়েছে বিপাকে। আর এইসব অসহায় মানুষের কথা চিন্তা করে রংপুরবাসিকে হত-দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানাই।
এর পাশাপাশি সকল বয়সের মানুষের কাছে অনুরোধ, আমরা মহান আল্লাহ তায়ালার কাছে তওবা পড়ি।
আ্সতাগ-ফিরুলল্লাহ।
শেষ ভরসা “মহান আল্লাহ ”
আল্লাহ সকলকে হেফাজত করুন, আমিন