১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নাটোর থেকে জাবি শিক্ষার্থীকে করোনা আক্রান্ত সন্দেহে রামেকে ভর্তি

admin
প্রকাশিত মার্চ ২৯, ২০২০
নাটোর থেকে জাবি শিক্ষার্থীকে করোনা আক্রান্ত সন্দেহে রামেকে ভর্তি

Sharing is caring!


Manual7 Ad Code

খাদেমুল ইসলাম,বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ-

নাটোরের বাগাতিপাড়ায় ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রকে করোন ভাইরাস আক্রান্ত সন্দেহে রাজশাহীতে স্থানান্তর করা হয়েছে। আজ রাত সাড়ে আটটার দিকে রাজশাহীর বিশেষ চিকিৎসা টিম এসে তাকে রাজশাহীতে নিয়ে যায়।

Manual1 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে সম্প্রতি জ্বর সর্দি নিয়ে বাসায় ফিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র। ওই ছাত্রের নাম তৌফিক, বয়স ২৩, বর্তমানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অনার্স শেষ করে মাস্টার্সে অধ্যায়নরত। গত ১৯ মার্চ সে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাজিতপুরে তার গ্রামের বাড়িতে আসেন। বাড়িতে আসার পূর্ব থেকে জ্বর কাশি সহ ঠান্ডা জনিত সমস্যা ছিল।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

তৌফিকের মা নিজে একজন স্বাস্থ্যকর্মী অবসরপ্রাপ্ত গত শনিবার তৌফিক ঢাকা থেকে বাড়িতে আসে বাড়িতে আসার আগ থেকে সে অসুস্থ। এখানে আসার পরে লালপুর হাসপাতালের চিকিৎসক আরশাদ আলীর কাছে চিকিৎসা করান।

 

বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফরিদুজ্জামান বলেন, আমাদের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একটি টিম তার বাড়িতে যায়। তৌফিক আহমেদের যে উপসর্গ তাতে প্রাথমিকভাবে করোনা সন্দেহ করা হয়। রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হেয়ছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানানো যাবে।

Manual5 Ad Code

 

চিকিৎসা দেয়ার পরেও তার ভালো না হওয়ায় আজ তাকে রাজশাহীতে স্থানান্তর করা হয় বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

Manual1 Ad Code
Manual2 Ad Code