১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাগুরা শ্রীপুর উপজেলায় দিনব্যাপি ব্যাটালিয়ন আনসারের ভ্রাম্যমাণ অভিযান

admin
প্রকাশিত মার্চ ২৮, ২০২০
মাগুরা শ্রীপুর উপজেলায় দিনব্যাপি ব্যাটালিয়ন আনসারের ভ্রাম্যমাণ অভিযান

Sharing is caring!

Manual6 Ad Code

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধিঃ

করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে সারা পৃথিবীর মানুষ। অন্য দিকে কিছু অসাধু ব্যবসায়ীরা মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তি রেখে লাভবান হচ্ছে। এদিকে হুমকির মুখে পড়ছে সাধারণ মানুষ।

Manual4 Ad Code

 

মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে ২৮ই মার্চ শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মাগুরা সদর উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ হাফিজ রহমান ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়ন বাজার ও শ্রীপুর উপজেলার বাজার এ কাঁচাবাজার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য মুদি দোকান, ওষুধের দোকান ব্যতীত অন্য যে সকল দোকান খোলা রাখা হয়েছে সেগুলোকে বন্ধ করতে বলা হয়।

 

Manual1 Ad Code

একই সাথে লোকজনকে সামাজিক দুরুত্ব বজায় রেখে নিরাপদে অবস্থান করার জন্য পরামর্শ দেয়া হয়। ভ্রাম্যমাণ অভিযানে সহযোগীতা করেন মাগুরা জেলা ব্যাটালিয়ন আনসার নায়েক শাহআলম, ব্যাটালিয়ন আনসার ইসাহাক, ব্যাটালিয়ন আনসার তছলিম ও পুলিশের সদস্যরা। আনসার ব্যাটালিয়ন সদস্যরা এই সময় লোকজনকে মুখে মাস্ক পরা ও সাবান দিয়ে হাত ধৌত করার পরামর্শ দেয়।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

আর অকারণে বাইরে ঘোরাঘুরি না করে বাড়িতে থাকার পরামর্শ প্রদান করে। জনসচেতনতা মূলক কাজকর্ম প্রচারের জন্য স্থানীয় লোকজন আনসার ব্যাটালিয়ন সদস্যদের খুব প্রশংসা করে।