১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শ্রদ্বা- ভালোবাসায় এডভোকেট সানাউল্লাহর বিদায়

admin
প্রকাশিত মার্চ ২৮, ২০২০
শ্রদ্বা- ভালোবাসায় এডভোকেট সানাউল্লাহর বিদায়

Sharing is caring!

Manual1 Ad Code

রাকিবুল হাসান, গাজীপুর জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ও বেগম খালেদা জিয়ার আইনজীবী এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ মার্চ) বাদ যোহর তার নিজ বাড়ী শিবপুরের কারারচরে স্থানীয় ঈদগা মাঠে তার জানাজার নামাজ সম্পন্ন হয়।

 

এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজার নামজ শেষে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিবপুরের এমপি জহিরুল হক ভূঞা মোহন, বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি খায়রুল কবীর খোকন, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোনেস, সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী, শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান।সানাউল্লাহ মিয়া দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

এছাড়া গত বছরের ৩ জানুয়ারি তিনি মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যায় (স্ট্রোক) আক্রান্ত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশেও নিয়ে যাওয়া হয়। শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে গণস্বাস্থ্য হাসপাতালে তিনি মারা যান।