১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

গোবিন্দগঞ্জে ২০৫ পিস ইয়াবাসহ আটক ১

admin
প্রকাশিত জুলাই ৫, ২০১৯
গোবিন্দগঞ্জে ২০৫ পিস ইয়াবাসহ আটক ১

Sharing is caring!

 

জাহিদুল ইসলাম, গাইবান্ধাঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাহাবুর রহমান নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

(৪ জুলাই) বৃহস্পতিবার রাত সোয়া ১১টার সময় উপজেলার মাস্টারপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হলেন উপজেলার শিবপুর মধ্যপাড়া গ্রামের আমজাদ হোসেনের পুত্র মাহাবুব (২২) ।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম পৌরসভার মাস্টারপাড়া এলাকা থেকে মাদক কারবারিকে আটক করে। তার শরীল তল্লাশী করে ২শ ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।