Sharing is caring!

রাজশাহী সংবাদদাতাঃরেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন শুক্রবার (০৫ জুলাই) চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দর সফরে আসছেন। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম তিনি চাঁপাইনবাবগঞ্জ সফরে আসবেন। রাজশাহী থেকে সড়ক পথে তিনি সরাসরি সোনামসজিদ স্থল বন্দর এলাকা পরিদর্শন করবেন। পরে তিনি চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন পরিদর্শন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জ হতে সরাসরি ঢাকা পর্যন্ত আন্তঃনগর সিল্কসিটি চালুর ব্যাপারে কার্যকর পদক্ষেপ ও চাঁপাইনবাবগঞ্জ হতে সোনামসজিদ পর্যন্ত রেললাইন সম্প্রসারণ বিষয়ে আলোচনা করবেন।
এদিকে মন্ত্রীকে বরণ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। আর রেল মন্ত্রীর এ সফরে চাঁপাইনবাবগঞ্জ বাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ভেবে জেলাবাসীও আনন্দিত।
সূত্র জানায় শুক্রবার সকাল সাড়ে ৯টায় মন্ত্রী প্রথমে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর এবং প্রধানমন্ত্রী প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জ হতে শিবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের স্থান পরিদর্শন করবেন। সেখানে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত সাংসদ ডাঃ সামিল উদ্দিন আহম্মেদ শিমুলের সভাপতিত্বে সংক্ষিপ্ত এক পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। পরে বন্দর সংশ্লিষ্টদের নিয়ে এক বৈঠকে অংশ নেবেন তিনি। এরপর সেখান থেকে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন পরিদর্শন করবেন। মুলতঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকা পর্যন্ত সরাসরি আন্তঃনগর ট্রেন চালু ও চাঁপাইনবাবগঞ্জ হতে শিবগঞ্জ-কানসাট সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ এর লক্ষে রেলপথ মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সফরে আসছেন ।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের সাংসদ ডাঃ সামিল উদ্দিন আহম্মেদ শিমুল জানান, প্রধানমন্ত্রী যেখানে যখন যে কথা দেন, সে কথা তিনি বাস্তবায়ন করে ছাড়েন। প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ২০১১ সালে যেসব প্রতি¯্রুতি দিয়েছিলেন,তার অধিকাংশই বাস্তবায়ন হয়েছে।বাকী গুলোর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তঃনগর ট্রেন চালু ও চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ বন্দর পর্যন্ত রেল পথ স্প্রসারনের বাস্তবায়নের উদ্যোগ হিসেবেই রেল মন্ত্রী আসছেন।সাংসদ দাবী করেন, আগামী ২৫ জুলাই বেনাপোল-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন উদ্ধোধনের দিন চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার আন্তঃনগর ট্রেনের উদ্ধোধনের উদ্যোগ হিসেবেই আসছেন রেলপথমন্ত্রী।
এদিকে সাবেক এমপি আব্দুল ওদুদ জানান, চাঁপাইবাসীর একটাই চাওয়া আন্তঃনগর ট্রেন চালু ও চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জ-কানসাট-সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ কাজের ঘোষণা দেবেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন।আর এতেই তার পরিশ্রম সার্থক হবে।
প্রসঙ্গতঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ এমপি থাকা কালিন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাঁপাইনবাবগঞ্জ সফরে আনেন। ২০১১ সালের ২৩ এপ্রিল নবাবগঞ্জ সরকারি কলেজের বিশাল জনসভায় আব্দুল ওদুদ এমপি ও জেলাবাসীর বিভিন্ন দাবীর অন্যতম দাবী চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকা আন্তঃনগর ট্রেন চালু ও সোনামসজিদ থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত রেল লাইন সম্প্রসারনের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
রেলপথ মন্ত্রী ৩ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত যশোর, খুলনা, বাগেরহাট , নাটোর, রাজশাহী, পঞ্চগড় এবং নীলফামারী জেলা সফরের অংশ হিসেবে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ সফর করবেন।