২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

সিটি পাবলিক স্কুল ও জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের নগদ অর্থ ও সনদ বিতরণ

admin
প্রকাশিত জুলাই ৪, ২০১৯

Sharing is caring!

মোহাম্মদ ফায়েদ।
কক্সবাজার সিটি পাবলিক স্কুল কর্তৃক আয়োজিত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ শাহাবুদ্দিন এর সভাপতিত্বে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের নগদ অর্থ ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।উক্ত অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন উক্ত স্কুলের ছাত্র আরফাতুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অত্র স্কুলের প্রতিষ্ঠাতা পরিচলক জনাব হাফেজ মোঃ লোকমান হাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য জনাব শাহ আবু বক্কর, সৈকত কালচারাল একাডেমির পরিচালক জনাব জয়নাল আবেদীন প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবক-অভিভাবকা এবং শিক্ষক-শিক্ষিকাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের এই সাফল্য ধরে রাখতে অভিভাবকদের আরো বেশি সহযোগীতা করতে হবে। “পরিশ্রম সাফল্যের চাবিকাঠি” এটা প্রত্যেক শিক্ষার্থীর অন্তরে গেঁথে দিতে হবে। তিনি আগামী শিক্ষাবর্ষ থেকে সপ্তম শ্রেণীতে ছাত্রী ভর্তি ও ক্লাসরুম বৃদ্ধির ঘোষণা দেন।
স্কুলের প্রধান শিক্ষক বলেন, আমাদের স্কুল থেকে প্রথম বছরে বৃত্তি পরীক্ষা দিয়ে ৬ জন পরীক্ষার্থী সাফল্য অর্জন করেছে। ভবিষ্যৎ এ আরো বেশি সাফল্যের জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
শিক্ষক জনাব আবু তালেবের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, জনাব আনোয়ার উল্লাহ এবং জনাবা মোকাররমা।
অনুষ্ঠান শেষে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।