Sharing is caring!

মোঃ শাকিল আহম্মেদ , নারায়ণগজ্ঞ ঃসরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক শাখার ছাত্র ও কায়েতপাড়া ইউনিয়নের পাড়াগাও গ্রামের বাসিন্দা সোলমান মিয়ার ছেলে শাহিন এর দুইটি কিডনি নষ্ট হয়ে যায়। সে চিকিৎসাধীন থাকলেও তার দরিদ্র বাবার পক্ষে একা চিকিৎসা খরচ বহন করা সম্ভব হচ্ছিলো না। এদিকে তার বাবা শাহিনের জীবন বাঁচাতে বিত্তবানদের সাহায্য কামনা করে আসছিলেন। এ খবরে সারা দেন দেয় সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ । পরে চিকিৎসার জন্য ছাত্র সংসদের ভি,পি ও রূপগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল নিজ তহবিল থেকে ১০ হাজার টাকা অনুদান দেন।
এ সময় ভিপি সোহেল বলেন, শাহিন আমাদের কলেজের একজন ছাত্র তার চিকিৎসা জন্য আমরা মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ তার পাশে আছি।
এই সময় আরো উপস্থিত ছিলেন
রাতুল আহম্মেদ খোকন
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুল ইসলাম সজিব, সাবেক সাধারণ সম্পাদক মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সাইফুল ইসলাম ভূইয়া তুহিন সাহিত্য ও সাংস্কৃতি বিষায়ক সম্পাদক , সামিউল হক শ্যামল, ক্রীড়া বিষয়ক সম্পাদক মুড়াপাড়া কলেজ শাখা ছাত্র সংসদ
শাকিল আহম্মেদ আরিফ রায়হান হৃদয়সহ অন্যরা । এছাড়াও ছাত্রলীগ নেতা, উতপল, বিজয়, উজ্জ্বল,রাকিব, সাকিব হাসান, রায়হান, জুয়েল আহমেদ, মামুন,পলাস,আল-আমিন, রিফাত,রাব্বি বিপ্লব,নাঈম উপস্থিত ছিলেন।