পুনম শাহরীয়ার ঋতু: গাজীপুরের মাস্টারবাড়ি এলাকায় ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নামপরিচয় বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। সদর থানার উপপরিদর্শক সাইদুল ইসলাম জানান, রবিবার রাত ১০টার দিকে সিটি করপোরেশনের মাস্টারবাড়ি এলাকায় আনুমানিক ৩২ বছর বয়সী ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরনে হাফহাতা গেঞ্জি ও প্যান্ট রয়েছে। তবে কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি। কয়েকদিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। নিহতের মরদেহ পঁচে ফুলে গেছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা