Sharing is caring!


রাশিদুল হাসান রিয়াদ, বরগুনা জেলা প্রতিনিধী বরগুনার আমতলী উপজেলার কুকুয়া মৃধাবাড়ী স্ট্যান্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (৩০ জুন) দিবাগত রাত ৩টায় এ দুর্ঘটনাটি ঘটেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা। জানা গেছে, উপজেলার কুকুয়া ইউনিয়নের কুকুয়া মৃধাবাড়ী স্ট্যান্ডে রবিবার দিবাগত রাত ৩টার দিকে জলিল মৃধার গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী আব্বাস মৃধা ও মাসুদ মৃধা বলেন, রাত ৩টার দিকে জলিল মৃধার গ্যারেজে বিকট শব্দ হয়। শব্দ পেয়ে ঘুম থেকে জেগে দেখি ওই ঘরে দাউ দাউ আগুন করে জ্বলছে। সকলে মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। কিন্তু মুহূর্তের মধ্যে আগুনের শিখা চারি দিকে ছড়িয়ে পড়ে। আমতলী দমকল বাহিনীর স্টেশন ম্যানেজার মো. শাহাদত হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আমার এক কর্মী আহত হয়েছেন। কুকুয়া ইউপি চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন মাসুম তালুকদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে ১০টি দোকান পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোছা. মনিরা পারভীন বলেন, ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারিভাবে টিন ও আর্থিকভাবে সহায়তা দেয়া হবে। আমতলী উপজেলা চেয়ারম্যান মো. গোলাম সরোয়ার ফোরকান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার সকল ব্যবস্থা করা হবে।