১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

টেকনাফের শীর্ষ ইয়াবা কারবারি সৈয়দকে আইনের আওতায় আনার দাবী

admin
প্রকাশিত জুলাই ১, ২০১৯
টেকনাফের শীর্ষ ইয়াবা কারবারি সৈয়দকে আইনের আওতায় আনার দাবী

Sharing is caring!

এইচ এম আমান, কক্সবাজার থেকেঃ কক্সবাজারের টেকনাফের নয়াবাজার পূর্ব সাতঘড়িয়া পাড়ার সৈয়দ হোসেন প্রকাশ দালাল বধুইয়া দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি মাদক কারবার চালিয়ে আসছে। বর্তমানে তিনি ইয়াবা ব্যবসায় একজন সফল মানুষ। এখন ক্ষমতাসীন দলকে ম্যানেজ করে নিজেকে আওয়ামী যুবলীগের নেতা পরিচয় দিয়ে আসছে। পাশাপাশি প্রশাসনকে হাত করে নিজেকে একজন সাদা মানুষ হিসেবে পরিচয় দিয়ে আসছে। আসলে তিনি একজন ইয়াবা ডন। এই ইয়াবা কারবারি একটি স্থানীয় মসজিদ কমিটির সভাপতির দায়িত্ব পালন করতো। সম্প্রতি ইয়াবা কারবারে জড়িত থাকায় মসজিদ কমিটি তাকে বের করে দেয়। তার সিন্ডিকেটে রয়েছে ইয়াবা গডফাদার জিয়াবুল ও মিনাবাজারের ইয়াবা গডফাদার মামুন। স্থানীয় সূত্র জানিয়েছে, এক সময়ে কৃষি কাজ করে জীবন জীবিকা চালিয়ে আসছিলো কিন্তু বর্তমানে তিনি কোটিপতি এবং মুখোশধারী। তিনি এলাকার শিক্ষিত সমাজের সাথে চলাফেরা করে নিজেকে একজন সমাজসেবক বলে পরিচয় দিয়ে আসছে। তাছাড়া তিনি এলাকার আরো অন্যান্য খারাপ কাজের সাথেও জড়িত। এসব মুখোশধারীর মুখোশ উন্মোচন করে আইনের আওতায় আনার জন্য দাবী জানিয়েছে সচেতন মহল। এতে টেকনাফবাসী উপকৃত হবে এবং মরণঘাতি ইয়াবার করাল গ্রাস থেকে টেকনাফ তথা বাংলাদেশ মুক্ত হবে।